অবসর সময়ের সঠিক ব্যবহার!

কখনো কখনো আমাদের জীবনে এতো বেস্ততায়  থাকে যে, খুজে পাওয়া যায়না একটা নিঃশ্বাস ফেলার ফুসরৎ| আবার কখনো কখনো অবসরে কি করবো তা খুজে না পেয়ে বিরক্ত বোধ করি আমরা| দৈনন্দিন ব্যস্ততার মাঝে খুজে পাওয়া অবসর গুলোকে ঘদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে কিন্ত সহজেই বাড়ানো যেতে পারে উৎপাদনশীলতা | আসুন জেনে নেয়া যাক এমন ৭টি উৎপাদনশীল কাজের আইডিয়া যা আপনার অবসরের মুহূর্তগুলোকে করবে আরো আনন্দঘন, যোগাবে অসীম উপযোগিতা!

১. বই পড়ুন

বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু| বই মানুষের মনের জানালা খুলে দেয়, মেধা ও মননের বিকাশ ঘটায়, এবং জ্ঞানের পরিধি বাড়ায়| বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তাঁর কর্মজীবনের শুরুর দিকে প্রতিদিন প্রায় ৬০০+ পৃষ্ঠা পড়তেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক বছরে অন্তত ৫০টি বই পড়েন। পেপাল, সোলারসিটি এবং টেসলা-খ্যাত উদ্যোক্তা এলোন মাস্ক রকেট সায়েন্স-এর বিদ্যা ক্লাস করে নয়, বই পড়ে অর্জন করেছেন।

২. ব্লগ লিখুন

আপনার আগ্রহের বিষয়বস্ত নিয়ে ব্লগিং শুরু করতে পারেন। ব্লগ লিখতে হলে ষে সংশ্লিষ্ট বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে, এমনটা কিন্তু নয় যে বিষয়টি আপনার ভালো লাগে তা সম্পর্ক পড়াশুনা করে আরো জানার চেষ্টা করুন এবং ব্লগ লিখে কি কি জানলেন টা লিপিবদ্ধ করুন| আপনার নিজের জানা তো হলই, সাথে অন্যদেরকেও জানতে সাহাষ্য করলেন! বলতে ভুলেই গেছি, ব্লগিং করে কিন্তু এডসেন্স থেকে কমবেশি অর্থ অর্জন করা যায়|

৩. শারীরিক পরিশ্রম করুন

সুদীর্ঘ, সুস্থ এবং সবল ভাবে জীবন যাপন করতে চাইলে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। প্রতিদিন অন্যান্য কাজের পাশাপাশি ১০মিনিট হলেও শারীরিক পরিশ্রম করার জন্য সময় রাখুন| শারীরিক পরিশ্রম শুধুমাত্র কর্মক্ষমতাই বৃদ্ধি করে না, মানসিক প্রশান্তিও বাড়ায়| জেনে রাখা ভাল,

প্রতিবছর ১৯ লাখ মানুষ শুধু শারীরিক অসুস্থতার কারণে মারা যায়| শারীরিক পরিশ্রম করার জন্য জিমে ভর্তি হয়ে কাড়ি কাড়ি টাকা খরচ করতে হবে অথবা সকালে বিকালে সময় করে বাইরে যেয়ে দৌড়াতে হবে অথবা ভালো কোনো সুইমিং পুলের মেম্বারশিপ নিতে হবে – এমন

কোনো কথা নেই| বাসায় থেকেই ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে শিখে নিন শারীরিক কসরৎ করার সহজ, অসাধারণ এবং কার্যকরী সব কৌশল

৪. নতুন ভাষা শিখুন

মাতৃভাষা বাংলা এবং সবচেয়ে প্রচলতি ভাষা ইংরেজি শেখার বাইরে নতুন একটি ভাষা শিখতে পারা মানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করা| আপনি যদি চাকরি বা শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে চান, তাহলে সেই দেশের ভাষা জানা প্রয়োজন| বই পরে বা ইউটিউব দেখে নতুন ভাষা শিখতে তো পারেনই, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আছে বিদেশি ভাষা শেখার সুযোগ। স্বল্প খরচে সবাই এসব কোর্স করতে পারেন, তবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস হতে হবে|

৫. কোডিং করা শিখুন

অবসর সময়ে একটু একটু করে কোডিং বা প্রোগ্রামিং করা শিখতে পারেন। বিশ্বায়নের এই ষুগে কোডিং শেখার গুরুত্ব অপরিসীম] পেশা এবং কাজের ক্ষেত্র নির্বিশেষে কোডিং জানা প্রয়োজন সবারই| কোডিং জানলে যেমন ক্যারিয়ারে সফলতার সাথে এগিয়ে যাবেন, তেমনি নিজের

নানাবিধ কাজ করতে পারবেন আরো কম পরিশ্রমে এছাড়াও নিজেকে দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে পারলে ফ্রীলান্সার হিসেবে অর্থ উপার্জনের সুযোগ তো থাকছেই| বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোডিং বা প্রোগ্রামিং শিখানো হয়। ঘরে বসে অনলাইন থেকেও প্রোগ্রামিং শিখতে পারেন।

অবসর সময়গুলো যদি শুধুমাত্র ফেসবুকিং করে,  টেলিভিশন দেখে কাটিয়ে না দিয়ে উপরে বর্ণিত কোন একটি উৎপাদনশীল কাজের পিছে ব্যয় করি, তাহলে কতটাই না উপকৃত হতে পারি আমরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top