Year: 2020

পরীক্ষার আগের রাতের করণীয়!

পরীক্ষার আগের রাত প্রতিটি ছাত্রছাত্রীর জন্য ষেমন গুরুত্বপূর্ণ তেমন উৎকস্ঠার। ভয়, চিন্তা, অস্থিরতায় পার করে রাতটি। তাই অনেক সময় দেখায় ভাল প্রস্তুতি থাকা সত্তেও তারা পরীক্ষায় ভাল ফল করতে পারেনা।পরীক্ষার আগের রাতটি তাই খুব গুরুত্ব ও কিছু নিয়মের মধ্যে অতিবাহিত করা উচিত।

5 Smart ways to handle crisis!

Stress is all around us, and sometimes those little fissures boil over into real dilemmas. Stress can be a motivator, and it can even be essential to survival. The body’s fight-or-flight mechanism tells a person when and how to respond to danger. However, when the body becomes triggered too easily, or there are too many stressors at one time, it can undermine a person’s mental and physical health and become harmful. Here are five ways you can handle the curves life throws at you with composure and grace.

সঞ্চয় কেন এবং ছাত্রজীবনে সঞ্চয়ের ৫ উপায়

হাতখরচ পাওয়া ছাত্র- সঞ্চয়ী হতে চান সবাই। কিন্তু, বেহিসাবি স্বভাবের কারণে অনেকেরই তা হয়ে ওঠে না। সঞ্চয় করতে চাইলেও পছন্দের জিনিসটির জন্য নির্ধিধায় খরচ হয়েই যায়। আর বিপদে আপদে পরলেই তাই মনে হয়- “ইশ! অকারণ খরচগুলো না করলেই হতো”। প্রচলন বলে খরচের পরবর্তী অবশিষ্ট সঞ্চয় না করে, সঞ্চয় পরবর্তী অবশিষ্ট খরচ করার কথা। কেননা আজকের সঞ্চয় হতে পারে আপনার আগামীর বন্ধু। তাই চলুন, সঞ্চয়ী হয়ে ওঠার কিছু কৌশল জেনে নেয়া যাক।

পরীক্ষায় কিভাবে আরও ভালো করবেন !

অনেক সময় দেখা যায় একসাথে পড়ে একরকম ভাবে পড়েও কেউ ৮০ পায়, কেউ পায় ৯০। এর কারন কি হতে পারে? এর কারন হল পরীক্ষায় শুধু পড়লেই চলে না। পরীক্ষার খাতায় সেটা তুলেও ধরতে হয়। কারন পরীক্ষার খাতা দ্বারাই মেধার মূল্যায়ন হয়। আর তাই পরীক্ষায় ভাল ফল করতে হলে কিছু পদ্ধতি মনে রাখতে হবে। আমরা এখানে একজন পরীক্ষার্থীর কিভাবে খাতায় লেখা উচিত তাই নিয়ে কথা বলব।

Back To Top