যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় তিন ধাপ এগোল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থীউচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। এই শিক্ষাবর্ষে আট হাজারেরও বেশিবাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। এতে যুক্তরাষ্ট্রেশিক্ষার্থী পাঠানোর তালিকায় গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছেবাংলাদেশ। এর ফলে উচ্চশিক্ষার জন্য দেশটিতে শিক্ষার্থী পড়তেযাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে ১৪তম অবস্থানে উন্নীত হলো বাংলাদেশ।এই তালিকার শীর্ষে রয়েছে চীন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে মার্কিন দূতাবাস বলেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৮ হাজার ৫৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থীলেখাপড়া করার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। আন্তর্জাতিক শিক্ষাবিনিময়ের ওপর সদ্য প্রকাশিত ‘২০২১ ওপেন ডোরস রিপোর্টস অনইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিতহয়েছে।

১৫ থেকে ১৯ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষেযুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক ব্যুরো এবংআন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউট যৌথভাবে আন্তর্জাতিক শিক্ষা বিনিময়কার্যক্রমের ওপর ২০২১ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী পড়তে যাওয়া দেশগুলোর মধ্যেকয়েক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পড়তে যাওয়াদেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৪তম। গত বছরবাংলাদেশ ছিল ১৭তম, আর এর আগের বছর ছিল ২০তম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায়বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৭তম থেকে ১৪তম অবস্থানে এসেছে।করোনা মহামারি চলাকালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাহ্রাস পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের তুলনায় বাংলাদেশেরশিক্ষার্থীদের সংখ্যা মাত্র ২ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত বিনিময় বৃদ্ধি একটি কৌশলগতঅগ্রাধিকার। কারণ, আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে উভয় জাতি, জনগণ ও পেশাদার নেটওয়ার্কগুলো উপকৃত হয়।

যুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী পড়তে যাওয়া দেশগুলোর মধ্যেকয়েক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পড়তে যাওয়াদেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৪তম। গত বছরবাংলাদেশ ছিল ১৭তম, আর এর আগের বছর ছিল ২০তম।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ–২০২১ উদ্বোধন উপলক্ষেআয়োজিত যুক্তরাষ্ট্রের নারীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানবিষয়ক একভার্চ্যুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভবলেছেন, ‘কোভিড-১৯ যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেইসময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদেরউচ্চশিক্ষা গ্রহণ করতে দেখা হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক।’ তিনি আশাপ্রকাশ করেন, এই অনুষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রেলেখাপড়া করার পথ খুঁজে পেতে সহায়তা করবে। তিনি দর্শক, শ্রোতা ওঅংশগ্রহণকারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যেরজন্য বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত চারটিআমেরিকান স্পেসে থাকা এডুকেশন ইউএসএ উপদেষ্টার সঙ্গে যুক্তহওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র দূতাবাস এডুকেশন ইউএসএ বাংলাদেশ-এর মাধ্যমেবাংলাদেশি শিক্ষার্থী ও স্কলারদের জন্য বেশ কয়েকটি ভার্চ্যুয়ালপ্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে এ বছরের আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ–২০২১ উদ্‌যাপন করছে। বাংলাদেশে অবস্থিত এডুকেশন ইউএসএরপরামর্শকেন্দ্রগুলো কয়েকটি বিষয়ের ওপর ওয়েবিনার আয়োজন করবে; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—নারীদের কলেজের ওপর অধিবেশন, লিবারেল আর্টস শিক্ষা, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীপরিষদগুলোর সঙ্গে কথোপকথন এবং যুক্তরাষ্ট্রে স্নাতক ও স্নাতকোত্তরউভয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়। বক্তাদের মধ্যে থাকবেনযুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওভর্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। যাঁরা তাঁদের আলোচনায়কীভাবে ভর্তির আবেদন লিখতে হবে, স্কলারশিপ বা বৃত্তি এবং আর্থিকসহায়তা পাওয়ার জন্য কী করণীয়, জানানোর পাশাপাশি সম্ভাব্যবাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা–সংক্রান্তমনোভাব ও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন। আরও তথ্য জানতে ফেসবুকপেজ দেখুন অথবা ই–মেইল করুন: EducationUSA-Bangla@state. gov।

এডুকেশন ইউএসএ ৪৩০টির বেশি পরামর্শকেন্দ্রের একটি বৈশ্বিকনেটওয়ার্ক, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের শিক্ষাসংক্রান্ত তথ্যসঠিকভাবে প্রদান করে থাকে। এটি যুক্তরাষ্ট্রের শিক্ষাসংক্রান্ত তথ্যপ্রদানের সরকারি তথ্যের উৎস হিসেবে কাজ করে। বাংলাদেশেএডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগসংক্রান্ত তথ্য বিনামূল্যে পেতে সহায়তা করে থাকে।

ওপেন ডোরস হলো যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাশিক্ষাদান করছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্কলার এবং নিজদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্রেডিটের জন্য বিদেশেঅধ্যয়নরত আমেরিকান শিক্ষার্থী–সম্পর্কিত বিস্তৃত তথ্যভান্ডার। এছাড়া ওপেন ডোরস যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে থাকা আন্তর্জাতিক স্কলারএবং প্রি-একাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামে ভর্তি হওয়াআন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাও প্রকাশ করে থাকে। বার্ষিকপ্রতিবেদনটি সোমবার ১৫ নভেম্বর ওপেন ডোরসের ওয়েবসাইটেপ্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top