ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে ফেসবুক ও রয়টার্স

‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণ শুরু করছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স। ডিজিটাল রিপোর্টিং ও এডিটিং বিষয়ে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে প্রশিক্ষণ কোর্সটি।

রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্সটি চারটি মডিউলে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের ডিজিটাল নিউজ রিপোর্টিংয়ের মৌলিক বিষয়গুলো হাতে–কলমে শেখাবে। মডিউলগুলো হচ্ছে ডিজিটাল সংবাদ সংগ্রহ; যাচাইকরণ এবং রিপোর্টিং; সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এশিয়া প্যাসিফিকের সাংবাদিকেরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারেন, সে জন্যই আমাদের এ আয়োজন।’

রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদমাধ্যমগুলোর ক্রমে ডিজিটাল যুগে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে সক্ষম হওয়া জরুরি। রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স বিশ্বের রয়টার্স সাংবাদিকদের অনুশীলনগুলো চর্চা করবে। নতুন হোক বা অভিজ্ঞ সাংবাদিক, সবার কথা ভেবেই সাজানো হয়েছে কোর্সটি।

ফ্রি কোর্সটি করতে ও বিস্তারিত জানতে ভিজিট ভিজিট করুন https://reutersdigitaljournalism.com/?l=en এ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top