জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১ জুন শুরু হবে। প্রাথমিকভাবে এ আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকেরা ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত প্রথম ধাপে এবং ১ থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

দুই দফায় অনলাইন আবেদন

আবু হাসান বলেন, চলতি বছরের ভর্তি পরীক্ষার আবেদন দুই দফায় নেওয়া হবে। প্রথম দফায় ৫৫ টাকা ফি দিয়ে ভর্তি–ইচ্ছুকদের প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বে আবেদনের জন্য নির্বাচিত হবেন ভর্তি-ইচ্ছুকেরা। চূড়ান্ত পর্বে আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রাথমিক পর্বে আবেদনকারীদের মধ্য থেকে ১০টি ইউনিটে মোট ১ লাখ ৮ হাজার জনকে নির্বাচিত করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকদের চূড়ান্ত দফায় পুনরায় আবেদন করতে হবে। চূড়ান্ত দফার প্রথম ধাপের আবেদন চলবে ২৪ থেকে ২৯ জুন। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদনপ্রক্রিয়া চলবে।

কোন ইউনিটে কতজন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ (এ ইউনিট) এবং জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) প্রাথমিক পর্বে আবেদনের যোগ্যতা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০। সমাজবিজ্ঞান (বি ইউনিট), কলা ও মানবিক অনুষদে (সি ইউনিট) আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ–৩.৫০। এই চার ইউনিটের প্রতিটিতে ১৮ হাজার জন করে মোট ৭২ হাজার জন ভর্তি-ইচ্ছুক প্রাথমিকভাবে নির্বাচিত হবেন। চার ইউনিটে চূড়ান্ত পর্বে আবেদনের জন্য প্রতিটিতে ১ হাজার ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সি১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা) আলাদাভাবে আরও সাড়ে চার হাজার জন নির্বাচিত হবেন। এই ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ–৩.৫০।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে (ই ইউনিট) আবেদনের যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে জিপিএ–৪.০০ এবং মানবিক ও বাণিজ্য শাখা থেকে জিপিএ–৩.৫০। আইন অনুষদে (এফ ইউনিট) জিপিএ–৪.০০। এই দুই ইউনিটে ৯ হাজার করে ১৮ হাজার জন ভর্তি–ইচ্ছুক চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (জি ইউনিট) আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসিতে জিপিএ–৪.০০। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (এইচ ইউনিট) জিপিএ–৪.০০ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে (আই ইউনিটে) জিপিএ–৩.৫০। এই তিন ইউনিটে চূড়ান্ত দফায় আবেদন করতে পারবেন সাড়ে ৪ হাজার করে মোট ১৩ হাজার ৫০০ জন।

পাঁচ ইউনিটের চূড়ান্ত পর্বে আবেদনের জন্য প্রতিটিতে ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top