Tag: Study Abroad

IELTS কি এবং কেন ?

ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন এবং দক্ষতা পরিমাপের জন্য IELTS সর্বাধিক জনপ্রিয় । IELTS এর পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্টিং সিস্টেম। এক কথায় এটি ইংরেজিতে জ্ঞান নির্ণয়ের পরীক্ষা । IELTS কে অনেকেই অলস এবং প্রয়োজনহীন একটি পরীক্ষা বলে থাকেন । কারণ এটি TOEFL এর মতোই একটি পরীক্ষা কিন্তু বিষয়বস্তু ইংরেজি । আগে আমেরিকা কিংবা কানাডায় যেতে হলে TOEFL টেস্টের প্রয়োজন হত । আর IELTS প্রয়োজন হয় ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং ইউরোপের বিভিন্ন দেশে যেতে । কিন্তু পরিস্থিতি এখন অনেক বদলে গেছে এবং বিশেষ করে আমেরিকা এবং কানাডায় IELTS এর অনেক চাহিদা ।

Back To Top