Tag: নতুন বছরে নতুন চাকরি খোঁজার উপায়

নতুন বছরে নতুন চাকরি খোঁজার উপায়

২০২০ সালকে মজা করে অনেকেই বলেন, ‘বিষ বিষ’। ‘শ’-এর অবস্থান পরিবর্তিত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো কোভিড-১৯ মহামারি। করোনাভাইরাস পুরো বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন খাতে ব্যাপক বদল এনেছে। কর্ম খাতের ধারা বদলে দিয়েছে করোনাভাইরাস। সেই সঙ্গে বেকারত্বের হারও বেড়েছে। কতটা বেড়েছে, তার একটি আন্দাজ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের হিসাব পেলে। গত ২ জানুয়ারির এক হিসাবে দেখা গেছে, শুধু এর আগের সপ্তাহে প্রথমবারের মতো বেকার অবস্থায় চলে গেছেন ৭ লাখ ৮৭ হাজার মার্কিনি। করোনা–পূর্ব সময়ের তুলনায় এ হার প্রায় চার গুণ। আবার গত মে থেকে জুলাই—এই তিন মাসে যুক্তরাজ্যের শ্রমবাজারে বেকারত্বের হার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছিল। সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বেকার হয়ে পড়েছিল তরুণ জনগোষ্ঠী।

Back To Top