Month: June 2021

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার তারিখ আরও এক মাসের বেশি পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইইএলটিএস প্রাইজ: বাংলাদেশিদের জন্য পুরস্কার ৩০০০ পাউন্ড

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আইইএলটিএস প্রাইজ নামে একটি বৃত্তির আয়োজন করেছে। ‘আইইএলটিএস প্রাইজ’ একটি বার্ষিক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিজয়ীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির তিন হাজার পাউন্ড পুরস্কার হিসেবে পাবেন। আইইএলটিএস দিয়ে ভর্তি হতে হয়, এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা বাংলাদেশে বসবাসকারী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।
বাংলাদেশি তরুণদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে ও সহায়তায় জন্য এ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

৭ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে ভর্তি আবেদন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত ৭টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। ১ জুন শুরু হয়েছে ভর্তি আবেদন। চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত।

বিশ্বসেরার তালিকায় দেশের ৪টি বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে থাকে। সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস–২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

মিসরের আল-আজহারে ৫০ বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আগামী বছর থেকে ৫০ বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি পাবেন। বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ কোটা থেকে অতিরিক্ত আরও ৩৩টি বৃত্তি দিয়ে আগামী বছর থেকে বাংলাদেশিদের জন্য ৫০টি কার্যকর করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১০টি শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

Back To Top