স্টেম স্কলারশিপে যোগ্য নারী খুঁজছে ব্রিটিশ কাউন্সিল

ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটি; সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন; ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড; নিউক্যাসল ইউনিভার্সিটি; এডিনবরা নেপিয়ার ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অব ওয়ারউইক; ইউনিভার্সিটি অব এডিনবরা এবং ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন এ বৃত্তি দেবে। এনার্জি ট্রানজিশন, ক্লাইমেট চেঞ্জ, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে এ বৃত্তি দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

এ স্কলারশিপ প্রোগ্রাম আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের ১৯টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের অংশবিশেষ। স্টেম বিষয়ে পড়াশোনা করেছেন, এমন নারী শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের দেখাতে হবে, তাঁদের আর্থিক সহায়তা প্রয়োজন এবং তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের স্টেমে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করতে আগ্রহী।

যোগ্যতা

এ স্কলারশিপে আবেদনের জন্য সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সে স্নাতক ডিগ্রির পাশাপাশি আরও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। সেগুলো হলো ইংরেজি ভাষার দক্ষতা, উচ্চশিক্ষার আগ্রহ, বাংলাদেশের নাগরিক এবং সেপ্টেম্বর/অক্টোবর ২০২১-২২-এর মধ্যে পুরো একাডেমিক সময় সম্পূর্ণ করার আগ্রহ।

কী কী সুযোগ–সুবিধা

প্রার্থীরা আর্থিক সহায়তা, যেমন টিউশন ফি, উপবৃত্তি, ভ্রমণ ব্যয়, ভিসা, স্বাস্থ্য কাভারেজ ফি পাবেন। ইংরেজি ভাষার ক্ষেত্রে সাহায্যসহ বিভিন্ন রকম সুবিধা পাবেন। মায়েদের জন্য থাকবে বিশেষ যত্ন। প্রার্থীরা যুক্তরাজ্যের সেই বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এ বিশ্ববিদ্যালয়গুলো স্টেমের ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানীয়।

এ স্কলারশিপ প্রোগ্রামের লক্ষ্য নারী শিক্ষার্থীদের স্টেমের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি। জাতিসংঘের ইউনেসকোর তথ্য অনুসারে, বিশ্বব্যাপী ৩০ শতাংশেরও কম নারী গবেষক রয়েছেন। মাত্র ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য স্টেম-সংক্রান্ত বিষয়াদি নির্বাচন করেন। বিশেষ করে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (৩ শতাংশ), প্রাকৃতিক বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান (৫ শতাংশ) এবং প্রকৌশল, উৎপাদন ও নির্মাণে (৮ শতাংশ) বিশ্বে নারী শিক্ষার্থীর সংখ্যা কম।

আবেদনের সময়

৩১ মার্চের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

স্টেম স্কলারশিপ প্রোগ্রামে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশাবলি সম্পর্কে বিস্তারিত জানা যাবে

সূত্র: প্রথম আলো

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top