স্কিম রিডিংঃ পড়া মনে রাখার সহজ উপায়

পড়াশোনা করা সবসময়ে ,সবকালে,সব অবস্থাতেই ভালো।আপনার যদি বই পড়ার নেশা থাকে তাহলে এর থেকে ভালো আর উপকারী নেশা আর হয় না। পড়াটা যদি লক্ষ্যভিত্তিক হয়,যেমন কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির পড়া বা স্কুল ,কলেজের পরীক্ষার পড়া তাহলে আপনার জন্য স্কিম রিডিং হতে পারে এমন একটি পদ্ধতি যার সাহায্যে আপনি সহজেই আপনার লক্ষ্যবস্তু আয়ত্ত করতে পারবেন।

স্কিম রিডিং হল বইয়ের পাতায় প্রতিটি লাইনে কেবল চোখ বুলিয়ে যাওয়া এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে বোঝার চেষ্টা করা। আর এই কাজটি সহজ করতে বইয়ের লাইন বরাবর হাতের আঙ্গুল বা কলম ব্যবহার করা হয়। যেন চোখ, অন্য কোন লাইনে সরে না পড়ে।

এতে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ারও আশঙ্কা থাকেনা এবং চোখ ওই নির্দিষ্ট লাইন বরাবর রাখা সম্ভব হয়। সেইসঙ্গে নির্দিষ্ট শব্দগুলো সহজেই চিহ্নিত করা যায়। এই পদ্ধতিকে বলা হয় মেটা গাইডিং।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top