পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির উপায়

আমরা বেশিরভাগ সময় নিজের সুবিধা মতই পড়ালেখা বা পড়াশুনা করি। কিন্তুএক্ষেত্রে আমরা যদি আরেকটু সচেতন হইএবং নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলি তাহলে খুব সহজেই নিজের মনোযোগ বাড়ানো যায়।

তাহলে চলুন দেখে নিই কিভাবে নিজের মনোযোগ বৃদ্ধি করবেন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে

.পড়তে বসার আগে একটু চিন্তা করুন–  কী পড়বেনকেন পড়বেনকতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছুটার্গেট ঠিক করে নিন। যেমনএত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী।

.বিষয়ের বৈচিত্র্য রাখুন–  নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন।

.এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের সম্পর্ক– এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আরঅধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছেযে পড়াটা দিনে  ঘন্টায় পড়তেপারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিনবিরক্তিকর  একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেইপড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেনতাহলে সেভাবেই সাজান আপনার রুটিন।

একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন– কারণ গবেষণায় দেখা গেছেএকটানা ২৫ মিনিটের বেশি একজন মানুষমনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৫০ মিনিট পড়ার পর মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু  বিরতির সময় টিভিমোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না যাহয়তো  মিনিটের নামে দুঘণ্টা নিয়ে নিতে পারে।

মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ–  সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়াবন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। আপনার চোখ থেকেটেবিলের দূরত্ব অন্তত দু ফুট হওয়া উচিৎ।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন – পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনেএলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।

প্রতিদিনের পড়া ঠিকঠাক পড়তে পারলে নিজেকে পুরস্কৃত করুনতা যত ছোটই হোক !

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top