অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করতে ৩ নির্দেশনা মাউশির

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে সরকার। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সংসদ টিভির ক্লাস ও প্রতিষ্ঠান পরিচালিত অনলাইন ক্লাস সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। মাধ্যমিকের সব শিক্ষার্থীর জন্য দূরশিক্ষণ নিশ্চিত করতে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সংসদ টিভির ও অনলাইন ক্লাসে অংশগ্রহণসংক্রান্ত প্রতিবেদন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের বলা হয়েছে।

মাউশি থেকে এসব নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে।

অধিদপ্তরের দেওয়া তিন দফা নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা ব্যবস্থা করা, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে মিথস্ক্রিয়া বা ইন্টার‌্যাক্টিভ করা এবং সংসদ টিভির ক্লাস, স্কুলের অনলাইন ক্লাস ও জেলা ও উপজেলা পর্যায়ের অনলাইন ক্লাসগুলো অগ্রাধিকার দিয়ে শ্রেণি রুটিন প্রস্তুত করা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top